মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত হেনস্তার শিকার মিমি চক্রবর্তী, থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:৩০

সংগৃহীত

টালিউডের অভিনেত্রী ও রাজনীতিবিদ মিমি চক্রবর্তী অনাকাঙ্ক্ষিত হেনস্তার শিকার হয়েছেন। পশ্চিমবঙ্গের বনগাঁতে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অনুপযুক্ত আচরণের সম্মুখীন হন তিনি। ঘটনার পরে থানায় অভিযোগ দায়ের করেছেন মিমি।

মিমি চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, “দীর্ঘ ক্যারিয়ারে এ ধরনের ব্যবহার আগে কখনো হইনি। এটি আমার জন্য অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা। দর্শকরা মনে করেন, মঞ্চে আসা শিল্পীরা তাদের ব্যক্তিগত সম্পত্তি, যা গ্রহণযোগ্য নয়।” তিনি আয়োজকদেরও দায়ী করে বলেন, “শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা ছিল তাদের দায়িত্ব, যা তারা যথাযথভাবে করেননি।”

এ ঘটনার ফলে টালিউড ও পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে নিরাপত্তার প্রশ্ন আবারও চরমভাবে সামনে এসেছে। মিমি চক্রবর্তী ২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি টালিউডে প্রথম চলচ্চিত্র ‘বাপি বাড়ি যা’ এবং পরবর্তীতে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top