মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

টেকনাফের সৈকতে মৃত তিমি

টেকনাফ থেকে | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২১, ২২:৪৭

টেকনাফের সৈকতে মৃত তিমি

কক্সবাজারের টেকনাফের শামলাপুর সমুদ্র সৈকতে একটি মৃত তিমি দু'দিন ধরে পড়েছিল। লম্বায় ৩৩ ফুট, প্রস্থে সাড়ে ১০ ফুট তিমিটি।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত বুধবার ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মৎস্যঘাট ও মনখালি এলাকায় জোয়ারের পানিতে মৃত তিমিটি ভেসে আসে।

দুর্গন্ধ ছড়ানো তিমিটিকে শনিবার (২৮ আগস্ট) ভোররাত সাড়ে পাঁচটার দিকে একই স্থানে পুঁতে ফেলা হয়েছে। তখন এটির শরীর রক্তাক্ত ছিল।

ধারণা করা হচ্ছে, সাগরে জেলের জাল বা জাহাজের আঘাতে তিমিটির মৃত্যু হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী বলেন, ভেসে আসা মৃত তিমিটির নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দু-এক দিনের মধ্যে জানা যাবে।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top