ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: 'রাজাকার' বলায় রণক্ষেত্র ভেলুমিয়া
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩০
বিজয় দিবসের দিনে ভোলার ভেলুমিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! এক জামায়াত কর্মীকে ‘রাজাকার’ বলাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হলো পুরো এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের শোভাযাত্রায় এক কর্মীকে বিএনপি কর্মী ‘রাজাকার’ বললে শুরু হয় হাতাহাতি। যা মুহূর্তেই দুই পক্ষের বড় সংঘর্ষে রূপ নেয়।
দিনের ঘটনার জের ধরে রাতে আবারও হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে জামায়াত সেক্রেটারি আব্দুল হান্নানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কিছু দোকান।
জামায়াতের দাবি—পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা হয়েছে। অন্যদিকে বিএনপি বলছে—নির্বাচন বানচালের উদ্দেশ্যে জামায়াতই উস্কানি দিয়ে সংঘর্ষ বাধিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।