মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

রায়হানের মরদেহ ফের ময়নাতদন্তের নির্দেশ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০, ১৪:৫১

সিলেট থেকে:

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মরদেহ ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি জ্যোতির্ময় বড়ুয়া।

এছাড়া, ঘটনাস্থল বন্দর বাজার ফাঁড়ি পরিদর্শন করেছে পিবিআই।

এদিকে, পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনা সঠিকভাবে তদন্ত হচ্ছে কিনা, তা নজর রাখবেন হাইকোর্ট। দুই সপ্তাহ পর অগ্রগতি জানাতে বলেছেন। এক রিটের শুনানি শেষে এ নির্দেশ দেন আদালত।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top