বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ইতালির ৫ লাখ কর্মসংস্থানের সুযোগ, কারা পাচ্ছেন ভিসা?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জুলাই ২০২৫, ১৫:২৩

ছবি: সংগৃহীত

৫ লাখ কর্মভিসা দিচ্ছে ইতালি! শ্রমিক সংকট কমাতে ইউরোপের এই দেশ নিয়েছে ঐতিহাসিক সিদ্ধান্ত। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য ৪ লাখ ৯৭ হাজার ৫৫০টি বৈধ কর্মভিসা ইস্যু করবে ইতালি সরকার।

শুধু আগামী ২০২৬ সালেই ভিসা দেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনকে। পরবর্তী দুই বছরে ধাপে ধাপে যোগ হবে আরও লাখ লাখ কর্মী। এই তথ্য জানানো হয়েছে ৩০ জুন ইতালির মন্ত্রিসভার এক আনুষ্ঠানিক বিবৃতিতে। বলা হয়েছে—শিল্প ও কৃষি খাতের চাহিদা, এবং আবেদনের বাস্তবতা মিলিয়ে এই বিশাল কর্মভিসা কোটা নির্ধারণ করা হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এর আগেও বৈধ অভিবাসন বাড়াতে উদ্যোগ নিয়েছিলেন। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইতোমধ্যেই সাড়ে ৪ লাখের বেশি পারমিট ইস্যু করেছে তার সরকার।

তবে এটাও সত্য, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন তিনি। বিশেষ করে ভূমধ্যসাগরে উদ্ধারকারী সংস্থাগুলোর কার্যক্রমেও আনা হয়েছে সীমাবদ্ধতা। এর পেছনে যুক্তি—অবৈধ নয়, বৈধ পথেই আসুন ইতালিতে।

যারা ইউরোপের বাইরে—বিশেষ করে দক্ষ ও অদক্ষ শ্রমিক, কৃষিকাজ, হসপিটালিটি, নির্মাণ কিংবা সেবাখাতে কাজ করতে চান—তাদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ! তবে মনে রাখুন, ভিসা পেতে হলে যথাযথ নিয়ম, কাগজপত্র ও দক্ষতা প্রমাণ জরুরি। ইতালিতে কাজের সুযোগ—এবার বাস্তব হতে চলেছে!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top