মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

ম্যারিকো বাংলাদেশ বঞ্চিত করছে সাবেক কর্মীদের ১,৮২৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩

ছবি: সংগৃহীত

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে ১,৮২৩ কোটি টাকা পাওনা না দেওয়ার অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা।

শুক্রবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এক্স ম্যারিকোনিয়ান এসোসিয়েশন অভিযোগ করে জানায়—গত ১৭ বছরে কোম্পানিটি শ্রম আইন ভঙ্গ করে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করেনি।

জানা গেছে, সাবেক ১১৩ জন কর্মী ঢাকার শ্রম আদালতে দুটি মামলা করেছেন। প্রথমটি হয় ২০১৪ সালে, আর দ্বিতীয়টি ২০২৫ সালের আগস্টে।

অভিযোগ অনুযায়ী, ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত শ্রমিক কল্যাণ তহবিল গঠন না করে আইন ভঙ্গ করে ম্যারিকো। এ সময় বিপুল মুনাফা ভারত রেমিট করলেও বাংলাদেশি শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি।

শুধু ২০২৪-২৫ অর্থবছরেই ম্যারিকো প্রায় ১,০৭৭ কোটি টাকা ভারতে পাঠিয়েছে ডিভিডেন্ড হিসেবে। প্রাক্তন কর্মীদের দাবি—পাওনা না দেওয়া পর্যন্ত মুনাফা রেমিট বন্ধ করতে হবে। তারা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে ন্যায্য পাওনা আদায়ের প্রত্যাশা করছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top