বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, রেকর্ড গড়ছে রুপা
বাণিজ্য ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯
বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। একই সঙ্গে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে রুপার মূল্য। ডলারের দুর্বলতা, সুদের হার কমার প্রত্যাশা ও ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে এক দিনে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৭.৩১ ডলারে পৌঁছেছে, যা গত ২১ অক্টোবরের পর সর্বোচ্চ। সপ্তাহজুড়ে স্বর্ণের দাম বেড়েছে মোট ৩.১ শতাংশ।
এদিকে মার্কিন স্বর্ণের ফিউচারও ১.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৩.২০ ডলার।
বিশ্লেষকদের মতে, ডলারের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্নের কাছাকাছি নেমে আসায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা সহজ হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বেকারত্ব ভাতার আবেদনের সংখ্যা সাড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছানোয় বাজারে নিরাপদ সম্পদের চাহিদা বেড়েছে।
মার্কেটপালস বাই ওএএনডিএ’র বিশ্লেষক জেইন ভাওদা বলেন,
“মার্কিন বেকারত্ব দাবির বড় উল্লম্ফন এবং যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা উত্তেজনা স্বর্ণের চাহিদা আরও বাড়িয়ে তুলছে।”
এরই মধ্যে চলতি বছরে তৃতীয়বারের মতো ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়েছে ফেডারেল রিজার্ভ। যদিও ভবিষ্যতে সুদ কমানোর বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে তারা, তবুও বাজারে আগামী বছরে আরও দুই দফা সুদ কমার প্রত্যাশা রয়েছে।
আগামী সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া মার্কিন নন-ফার্ম পে-রোল রিপোর্ট বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণের মতো অ-ফলনশীল সম্পদের চাহিদা বাড়ে।
ভূ-রাজনৈতিক অস্থিরতাও বাজারে প্রভাব ফেলছে। সম্প্রতি একটি ট্যাঙ্কার আটকানোর ঘটনার পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার আরও তেলবাহী জাহাজ আটকানোর প্রস্তুতি নিচ্ছে, যা বাজারে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
এদিকে ভারতীয় বাজারে বিয়ের মৌসুম চললেও স্বর্ণের চাহিদা প্রত্যাশার তুলনায় কম রয়েছে। চীনেও উচ্চমূল্যের কারণে সোনার বিক্রি হ্রাস পেয়েছে।
অন্যদিকে রুপার বাজারে তৈরি হয়েছে নতুন রেকর্ড। স্পট মার্কেটে রুপার দাম ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৬৪.০৯ ডলার, যা দিনের শুরুতে ছুঁয়েছিল সর্বোচ্চ ৬৪.৫৬ ডলার।
সপ্তাহ শেষে রুপার দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শিল্পখাতে বাড়তি চাহিদা, কমে আসা মজুত এবং যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ খনিজ’ তালিকায় রুপার অন্তর্ভুক্তি এ বৃদ্ধির প্রধান কারণ।
স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন,
“শিল্প চাহিদা, বাজারের টানাপড়েন এবং খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ রুপার দামকে শক্ত ভিত্তি দিচ্ছে।”
এ ছাড়া স্পট প্ল্যাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫০.৩৫ ডলার, আর প্যালাডিয়ামের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৫২৩.১০ ডলার। সপ্তাহজুড়ে উভয় ধাতুর দামই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।