শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় সরব অভিনেত্রী চমক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৯

সংগৃহীত

দেশের রাজনৈতিক ইস্যুতে বরাবরই সরব অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাতেও নীরব থাকেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ও অনুভূতি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে চমক লেখেন,

‘হাদি হয়তো ফিরবে, আরও জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধঘোষণা।’

চমকের এই পোস্টে মন্তব্যের ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেন, ‘যথার্থ বলেছেন।’ আরেকজন লেখেন, ‘হাদি ভাইকে ফিরতেই হবে।’

এদিকে গতকাল শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রিকশাযোগে যাওয়ার সময় একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে সন্ধ্যা ৭টার পর পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, মাথায় গুলিবিদ্ধ হওয়ায় ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট তার মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এই অবস্থায় আপাতত কোনো ধরনের নতুন চিকিৎসা হস্তক্ষেপ করা হবে না।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছেন তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top