মোবাইল ফোনের দাম কমছে: এনবিআর কমালো শুল্ক ৬০ শতাংশ

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৩:৫৩

ছবি: সংগৃহীত

সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান শুল্ক এক ধাক্কায় ৬০ শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আমদানিকৃত মোবাইল ফোনের কাস্টমস ডিউটি বর্তমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এতে বাজারে আমদানিকৃত প্রতিটি মোবাইল ফোনের দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানিয়েছেন, সরকারের এই উদ্যোগের ফলে দেশের নাগরিকরা আরও সুলভে ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ পাবেন।

নতুন শুল্ক কাঠামোর হিসাব অনুযায়ী, ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি আমদানিকৃত স্মার্টফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে।

এছাড়া দেশীয় মোবাইল সংযোজন শিল্পকেও সুরক্ষার আওতায় রাখা হয়েছে। এনবিআর জানিয়েছে, দেশীয় সংযোজন শিল্পের কাঁচামাল বা উপকরণ আমদানিতেও কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে দেশের সংযোজিত ফোনের দাম প্রায় ১,৫০০ টাকা পর্যন্ত কমতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, এই শুল্ক সুবিধার মূল উদ্দেশ্য হলো ডিজিটাল প্রযুক্তির প্রসার ত্বরান্বিত করা। সরকার মনে করছে, মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকলে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যে ইন্টারনেট ব্যবহারের হার বৃদ্ধি পাবে।

এ ধরনের কর ও শুল্ক ছাড় সংক্রান্ত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এনবিআর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top