দুই কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন: অর্থ উপদেষ্টা
বাণিজ্য ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৬:৫৫
দুই কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি সরকার অবগত রয়েছে এবং তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগে বিভক্ত করা হবে।
আইপিএল সম্প্রচার ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আইপিএল সম্প্রচার বন্ধ থাকলেও দেশের অর্থনীতি বা সরকারি ক্রয় কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন। তিনি স্পষ্ট করে বলেন, “এই সমস্যার শুরু বাংলাদেশ করেনি।”
মোস্তাফিজুর রহমান প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “এমন নয় যে দয়া-দাক্ষিণ্য করে মোস্তাফিজকে আইপিএলে নেওয়া হয়েছে। মোস্তাফিজ একজন ভালো ও বিখ্যাত খেলোয়াড়। তার সঙ্গে যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক।”
তিনি আরও বলেন, “এই পরিস্থিতি দুই দেশের কারোর জন্যই ভালো হয়নি। তবে বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ ও যৌক্তিক।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।