শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস, আউন্সপ্রতি ছাড়াল ৪,৯৫০ ডলার

বাণিজ্য ডেস্ক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫

স্বর্ণ । ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। সাম্প্রতিক সময়ে কিছুটা কমে এলেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান এই ধাতুটি গড়েছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৫০ ডলার ছাড়িয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৪৬ দশমিক ১ ডলারে পৌঁছেছে। লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৯৬৭ দশমিক ৪৮ ডলারে উঠেছিল।

বিশ্লেষকদের মতে, নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এই ধাতুর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। এর ফলেই টানা ঊর্ধ্বমুখী রয়েছে দাম।

জ্যানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটাল স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, ডলারের দুর্বলতা এবং চলতি বছরে ফেডারেল রিজার্ভের সুদ কমানোর প্রত্যাশা—এই সবকিছু মিলিয়ে বৈশ্বিক অর্থনীতিতে ডি–ডলারাইজেশনের প্রবণতা জোরদার হচ্ছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে স্বর্ণের চাহিদার ওপর।

তিনি আরও বলেন, স্বল্পমেয়াদে স্বর্ণের দামে যেকোনো পতন বিনিয়োগকারীরা কেনার সুযোগ হিসেবে দেখবেন। প্রতি আউন্স স্বর্ণের দাম খুব শিগগিরই ৫ হাজার ডলারের কাছাকাছি যেতে পারে। এমনকি ৫ হাজার ১৮৭ দশমিক ৭৯ ডলার ছাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

এদিকে অন্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। স্পট রুপার দাম বেড়ে প্রতি আউন্স ৯৬ দশমিক ৫৮ ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। ট্রাডওর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, স্বর্ণের তুলনায় রুপার মৌলিক ভিত্তি আরও আকর্ষণীয়। যদিও রুপা রিজার্ভ সম্পদ নয়, তবুও নিরাপদ আশ্রয় হিসেবে বিনিয়োগকারীদের আগ্রহ ও ডলারের দুর্বলতা থেকে এটি উপকৃত হচ্ছে।

অন্যদিকে স্পট প্লাটিনামের দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ২ হাজার ৬০১ দশমিক ০৩ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯০০ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে।

ছবি: সংগৃহীত



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top