শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

বোজম্যানকে নিয়েই পর্দায় আসছে নতুন ‘ব্ল্যাক প্যান্থার’

রায়হান রাজীব | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ০৩:০৪

ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপারহিরো ছবি ‘ব্ল্যাক প্যান্থার’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। দারুণ জনপ্রিয়তা পাওয়া এ ছবির সিক্যুয়াল দর্শকদের কাছে প্রত্যাশিতই ছিল। নির্মাতা প্রতিষ্ঠানও সেভাবে পরিকল্পনা করেছিলেন। তবে বাদ সাধে মহামারি কোভিড-১৯।

প্রাথমিক ধাক্কা কাটিয়ে কাজ শুরুর পর আসে আরো বড় ধাক্কা। ছবির প্রধান চরিত্রে অভিনয় করা চ্যাডউইক বোজম্যানের অকালমৃত্যু সবাইকে থমকে দেয়। অনেকটা অনিশ্চয়তার মুখে পড়ে যায় ছবিটি। যদিও হাল ছাড়েননি নির্মাতা। যেখানে আটকে গিয়েছিল সেখান থেকেই শুরু করেন। সমস্ত শঙ্কা কাটিয়ে অবশেষে দর্শকদের সামনে আসছে ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার’। 

একঝুলি প্রশ্ন এবং অপেক্ষার মাঝে একে একে বেরিয়ে পড়ল ছবির প্রথম ঝলক, ট্রেলার। চ্যাডউইকের স্মৃতিচারণে ডুবে গেলেন দর্শক। দর্শকের অনুভূতির সঙ্গে যেন ছবির গল্পেও মিল রয়েছে। কষ্টগুলো যেন এক রকম, প্রিয়জনকে হারানোর দুঃখ। ক্যামেরার ও পার-এ পার যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।

ট্রেইলারে জুড়ে দেখা যায় একাধিক চমক, কখনো সাম্রাজ্য প্রসারের তাগিদে রানির পদক্ষেপ, কখনো আবার কড়া বার্তায় সকলকে সাবধান করে জাতিসংঘের ভার নিতে এগিয়ে যাওয়ার শপথ। জলের নিচে একটি শিশুর জন্মের দৃশ্যও সকলকে চমকে দেয়। কখনো আবার পুরুষদের দেখা যায় বিশাল তিমিতে চড়ে সাগর পাড়ি দিতে।

নদী থেকে যোদ্ধার বেরিয়ে আসা, যুদ্ধ শুরু হওয়া, একাধিক চমকে ট্রেইলার জুড়ে গল্পের নানা ভাঁজ চোখে পড়ে। এই সিনেমার আরেক আকর্ষণ নারীকণ্ঠে বব মার্লের গান, যা সিনেমার ক্ষেত্রে আরো এক মাইলফলক।

মার্ভেল ছবির অন্যতম আকর্ষণ হল কিছু মজার সংলাপ, তার সঙ্গে মজাদার দৃশ্য। টানটান উত্তেজনা, নজরকাড়া অ্যাকশন দৃশ্য। সব মিলিয়ে দর্শকদের জন্য দারুণ কিছুই অপেক্ষা করছে বলা যায়।

ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা যায় লেটিটিয়া রাইট, ডানাই গুরিরা, এঞ্জেলা বাসেত ও উইনস্টন ডিউককে।  ১১ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পায় বহুল আলোচিত এ ছবি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top