বগুড়ায় তারেক রহমান-খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়ন উত্তোলন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:০৮
বগুড়ায় নির্বাচনী রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জেলা বিএনপি।
রোববার দুপুরে বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের পক্ষে এবং বগুড়া-৭ গাবতলী–শাজাহানপুর আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে পাঁচজন সিনিয়র নেতা তারেক রহমানের মনোনয়ন সংগ্রহ করেন। অন্যদিকে গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন নেন তার নির্বাচনী সমন্বয়ক সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
মনোনয়ন উত্তোলন শেষে রেজাউল করিম বাদশা জানান, দেশে ফিরলেও তারেক রহমানের পক্ষে সরাসরি মনোনয়ন জমা দেওয়া সম্ভব নাও হতে পারে, তবে তিনি বগুড়ায় প্রচারণায় অংশ নেবেন।এদিকে হেলালুজ্জামান লালু বলেন, টানা তিনবার নির্বাচিত হওয়া এই আসনে এবারও খালেদা জিয়াকে জয়ী করতে ভোটাররা মুখিয়ে আছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।