পাকিস্তানি তারকা ফাওয়াদ খানের ছবি ‘আবির গুলাল’ এবার আসছে ভারতে

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৭

ছবি: সংগৃহীত

পাকিস্তানি তারকা ফাওয়াদ খান ও বলিউড অভিনেত্রী বানী কাপুর অভিনীত ছবি ‘আবির গুলাল’ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। পেহেলগামে গুপ্ত হামলার পর ভারত–পাকিস্তান সম্পর্কের অবনতির জের ধরে পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয় ভারতে। এর প্রভাবেই ছবিটির মুক্তি আটকে যায়।


মূলত চলতি বছরের ৯ মে মুক্তির কথা ছিল ছবিটির। কিন্তু হামলার ঘটনার পর থেকে ভারতের বিভিন্ন সংগঠন দাবি তোলে-কোনোভাবেই যেন এই ছবি দেশের প্রেক্ষাগৃহে না আসে। এমনকি নায়িকা বানী কাপুরকেও সমালোচনার মুখে পড়তে হয় ফাওয়াদের সঙ্গে কাজ করার কারণে।


শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, আপাতত শুধু আন্তর্জাতিকভাবে ছবিটি মুক্তি দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে মুক্তি পায় ‘আবির গুলাল’।
তবে নতুন খবর হলো, নিষিদ্ধ তালিকায় থাকা এই ছবিই এবার ভারতের প্রেক্ষাগৃহে আসছে। আগামী ২৬ সেপ্টেম্বর ছবিটি ভারতে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top