মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

বড় ছেলে’ খ্যাত অভিনেতা অপূর্ব পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৮

ফাইল ছবি

‘বড় ছেলে’ খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা সেখানে থাকেন। প্রায় ৭ মাস ১০ দিন পর, গত ৫ আগস্ট (মঙ্গলবার) দেশে ফেরেন অভিনেতা। বাড়িতে ফিরেই তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। ঘুমন্ত আয়াশ বাবাকে দেখে বিস্মিত হয়ে কেঁদে ফেলে। এ আবেগঘন মুহূর্তের একটি ভিডিও অপূর্ব শেয়ার করলে ভক্তরা তা দেখে ভালোবাসায় ভাসান তাকে।

একজন সন্তানের বেড়ে ওঠার জন্য বাবা-মায়ের ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ব্যস্ততার কারণে অনেক সময় বাবারা সন্তানের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারেন না। অন্যদিকে মা নিজের সংসার ও ব্যস্ততার মাঝেও সন্তানকে প্রাধান্য দিয়ে থাকেন।

সম্প্রতি অপূর্বের প্রাক্তন স্ত্রী নাজিয়া হাসান বর্তমান স্বামী ও দুই সন্তানকে নিয়ে পবিত্র ওমরাহ পালনে যান। সেখানে আয়াশের ওমরাহর কিছু মুহূর্তের ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। যা দেখে ভক্তরা নাজিয়া হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top