‘জান্নাতের প্রলোভন’ দিয়ে ভোটার আকর্ষণে জামায়াত নেতা, কড়া প্রতিবাদ ফখরুলকন্যার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৩
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ‘জান্নাতের প্রলোভন’ দেখানোর অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতপন্থি আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
ভাইরাল ভিডিওতে একটি সমাবেশে ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে সাধারণ ভোটারদের উদ্দেশে ধর্মীয় বক্তব্য দিতে দেখা যায়। এ নিয়ে সমালোচনা শুরু হলে তিনি দাবি করেন, ভিডিওটি সম্পূর্ণভাবে উপস্থাপন করা হয়নি। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘যারা এই “কার্ট, কার্ট” ভিডিওটি দেখে অযথা মন্তব্য করছেন, তারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমার সম্পর্কে মন্তব্য করবেন।’
এ বিষয়ে বিএনপি নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামারুহ মির্জা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘জান্নাতে যেতে হলে জামায়াতে ইসলামীর সাথে থাকতে হবে—এই বক্তব্য যদি ইসলামবিরোধী না হয়, তাহলে আমার আর কিছু বলার নেই। আল্লাহ মাফ করুক।’
জামায়াত নেতাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোটার আকৃষ্ট করার অভিযোগ উঠছে। যদিও মাসখানেক আগে এসব অভিযোগ অস্বীকার করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক সমাবেশে তিনি বলেন, ‘জামায়াত কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না। আমরা কেবল কুরআনের নির্দেশনা মানুষের সামনে তুলে ধরি।’
এর আগেও দলীয় প্রতীকের সঙ্গে ধর্মীয় বিষয় যুক্ত করে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। সে সময় তিনি বলেন, ‘হাশরের ময়দানেও আমাদের প্রতীক মিজান থাকবে। সেখানে ধানের শীষ, নৌকা বা লাঙ্গল থাকবে না।’
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।