পাবনার ঈশ্বরদীতে কুকুরছানা হত্যা: নিলয় আলমগীর সর্বোচ্চ শাস্তির দাবি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৫:২৮
পাবনার ঈশ্বরদীতে এক শোককাণ্ড ঘটেছে, যেখানে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর মা কুকুর অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।
জানা গেছে, ঈশ্বরদী উপজেলা পরিষদের বাসিক ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগম ছানাগুলোকে পানিতে ফেলে হত্যার অভিযোগে অভিযুক্ত। নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দায়ী ব্যক্তির শাস্তি দাবি করছেন।
অভিনেতা নিলয় আলমগীরও সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, “ঈশ্বরদীতে ৮ টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে একজন সরকারি কর্মকর্তা অথবা তার স্ত্রী। মা কুকুরটি মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে।” তিনি আরও বলেন, “বস্তার মধ্যে থাকা বাচ্চাগুলো কতটা কষ্ট পেয়েছে, বাঁচার জন্য কত চেষ্টা করেছে—এটা ভাবলেই হৃদয় ভেঙে যায়। মা কুকুরের কষ্টও কম নয়। আমি এই হত্যাকাণ্ডের জন্য দায়ীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”
মন্তব্যের ঘরে নেটিজেনরা নিলয়ের সঙ্গে একমত হয়েছেন। কেউ কেউ দায়ী ব্যক্তির নামে মামলা করার পরামর্শ দিয়েছেন, আবার কেউ কেউ কঠোর শাস্তি দাবি করেছেন। তবে নিলয় এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি।
নিলয় আলমগীরের প্রাণীপ্রেম সবারই জানা। পথের ও অসুস্থ পশু-পাখিদের জন্য কাজ করা ‘স্নেহ’ নামক একটি ফাউন্ডেশনও তিনি প্রতিষ্ঠা করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।