শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

অভিনেত্রী অ্যামি শুমার ও স্বামী ক্রিস ফিশারের দাম্পত্য জীবনের ইতি টানলেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০

সংগৃহীত

অভিনেত্রী ও কৌতুকশিল্পী অ্যামি শুমার এবং তার স্বামী ক্রিস ফিশার সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন। ৪৪ বছর বয়সী অ্যামি শুক্রবার, ১২ ডিসেম্বর, ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তাদের বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন।

অ্যামি শুমার তার বিবৃতিতে উল্লেখ করেছেন, এই বিচ্ছেদ সৌহার্দপূর্ণ এবং তারা দুজনই তাদের ছয় বছর বয়সী ছেলে জিনকে একসঙ্গে লালন-পালনের ওপর গুরুত্ব দিচ্ছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ছবির সঙ্গে তিনি লিখেন, “ব্লা ব্লা ব্লা… সাত বছর পর ক্রিস আর আমি আমাদের বিয়ের ইতি টানার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরকে খুব ভালোবাসি এবং আমাদের ছেলেকে বড় করে তোলার দিকে মনোযোগ দেব। এই সময়ে আমাদের ব্যক্তিগত বিষয়টি সম্মান করার জন্য সবাইকে অনুরোধ করছি।”

অ্যামি শুমার ও পেশাদার শেফ ক্রিস ফিশারের সম্পর্ক ২০১৭ সালের শেষ দিকে শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তাদের সম্পর্ক ভালোবাসায় পরিণত হয় এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ার মালিবুতে ঘরোয়া আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে শুমার জানিয়েছিলেন, বিয়ের আগে প্রায় ছয় মাস তারা বন্ধু হিসেবে সময় কাটিয়েছেন এবং রসিকতা করে বলেছিলেন, “আমরা খুব দ্রুতই কাজে নেমে পড়েছিলাম।”

নতুন এই অধ্যায়ে পা রাখলেও, অ্যামি শুমার ও ক্রিস ফিশার দুজনই তাদের সন্তান ও পরিবারের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top