বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

ম্যাট ডেমন, জাহাজডুবি আর দানবের লড়াই—দ্য ওডিসি ট্রেলারে!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০৫

সংগৃহীত

ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমার ট্রেলার এসেছে আর, এটা ঝড়ও তুলেছে! ১ মিনিট ৫৪ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে—ম্যাট ডেমন ওডিসিয়াস হিসেবে, ট্রোজান হর্সে লুকানো, জাহাজডুবি, ভয়ংকর গুহা আর বিশাল দানবের সঙ্গে লড়াই।

ট্রেলারে শুধু অ্যাকশন নয়, আছে পরিবার আর ঘরে ফেরার লড়াই। অ্যান হ্যাথাওয়ে তার স্ত্রী পেনেলোপ, টম হল্যান্ড পুত্র টেলেম্যাকাসের চরিত্রে। শার্লিজ থেরন, লুপিটা নিওঙ্গ—সবাই একসাথে।

নোলান নিজেই লিখেছেন চিত্রনাট্য, আইম্যাক্স ৭০ মিমিতে শুটিং হয়েছে বিশ্বজুড়ে। যা দেখে মনে হবে—হোমারও গর্বিত হতেন। ‘ওপেনহেইমার’-এর পর নোলানের এই সিনেমা প্রমাণ করবে, তিনি কিভাবে স্বাধীনভাবে বড় বাজেটের গল্প বোনাস হিসেবে পর্দায় তুলে আনেন। মুক্তি: ১৭ জুলাই, ২০২৬।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top