বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

জেল থেকে জ্যাকুলিনকে বিলাসবহুল বাড়ি উপহার দিলেন সুকেশ চন্দ্রশেখর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৫০

সংগৃহীত

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় দিল্লির মান্ডোলি সংশোধনাগারে বন্দি সুকেশ চন্দ্রশেখর বড়দিনের দিনে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে চমক দিয়েছেন। এবার তিনি জেল থেকে সরাসরি ক্যালিফোর্নিয়ার বেভার্লি হিলসে একটি বিলাসবহুল বাড়ি উপহার দিয়েছেন।

সুকেশ চিঠিতে অভিনেত্রীকে ‘বেবি’ বলে সম্বোধন করে এই বাড়ির নাম রেখেছেন ‘লাভ নেস্ট’ বা ‘প্রেমের বাসা’। চিঠিতে তিনি লিখেছেন, “এই শুভ দিনে তোমাকে ‘প্রেমের বাসা’ উপহার দিলাম। তুমি হয়তো ভেবেছিলে এটি শেষ হবে না, কিন্তু আমি তোমার জন্য এটি বানিয়ে ফেলেছি।” বাড়িটিতে রয়েছে ব্যক্তিগত গলফ কোর্স ও অভ্যন্তরীণ সজ্জা।

চিঠিতে আরও দাবি করা হয়েছে, বাড়িটি আগে পরিকল্পিত চেয়েও কয়েকগুণ বড় এবং বড়দিনের উপহার হিসেবে চাবি জ্যাকুলিনের উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে। এছাড়া, সুকেশ জানান, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ (আরসিবি) কিনে নেওয়ার পরিকল্পনাও করছেন, যা তিনি করতে চান শুধুমাত্র জ্যাকুলিনকে খুশি করার জন্য।

প্রেক্ষাপট হিসেবে উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলা চলছে। এই মামলায় জ্যাকুলিন ফার্নান্দেজের নামও উঠে এসেছে। তবে অভিনেত্রী শুরু থেকেই এই সম্পর্ক ও উপহারের দাবি অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করছেন এবং আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top