বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

৩০০ ফিটে তারেক রহমান: জনসমুদ্র পেরিয়ে সংবর্ধনা মঞ্চে নেতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:০৪

সংগৃহীত

রাজধানীর ৩০০ ফিট এখন আর কোনো সড়ক নয়, এটি এখন এক বিশাল জনসমুদ্র! বিকেল ৩টা ৫০ মিনিটে প্রতীক্ষার অবসান ঘটিয়ে গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণের পর তৈরি হয় এক অভূতপূর্ব দৃশ্য। ১৭ বছর পর প্রিয় মাতৃভূমির মাটি ছুঁয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এরপর বাংলাদেশ লেখা বিশেষ লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে চড়ে শুরু হয় সংবর্ধনাস্থলের উদ্দেশ্যে যাত্রা।

বিমানবন্দরে মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির নেতাদের আলিঙ্গন আর শাশুড়ির দেওয়া ফুলের মালায় বরণ—সব মিলিয়ে এক রাজকীয় প্রত্যাবর্তন। বিমানবন্দর থেকে কুড়িল-বিশ্বরোড হয়ে ৩০০ ফিট পর্যন্ত রাস্তার দুই পাশে মানুষের ঢল যেন আজ থামবার নয়।

লাখো মানুষের স্লোগান আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে মঞ্চে উঠেছেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসন শেষে আজ তিনি সরাসরি কথা বলবেন দেশবাসীর সাথে। নিরাপত্তার কঠোর চাদরে ঢাকা থাকলেও মানুষের ভালোবাসা যেন সব ব্যারিকেড ভেঙে দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top