ব্রডওয়ের অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথ প্রেমিকের হাতে খুন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:০৩
যুক্তরাষ্ট্রের বিনোদন জগতে শোকের ছায়া নেমেছে। ব্রডওয়ের এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও তরুণ অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ২১ ডিসেম্বর নিউ জার্সির একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে ধরা পড়েছে, ইমানি তার নিজের প্রেমিকের হাতে খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন জরুরি ফোন কলের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইমানিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসকরা হাসপাতালে পৌঁছে তাকে মৃত ঘোষণা করেন। শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
এই হত্যাকাণ্ডের অভিযোগে ইমানির প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, ইমানি ও জর্ডন দীর্ঘদিনের পরিচিত ছিলেন। প্রশাসন খতিয়ে দেখছে, ব্যক্তিগত কোনো কলহ বা বিবাদ থেকেই নৃশংস ঘটনা ঘটেছে কি না।
ক্যারিয়ারের দিক থেকে ইমানি ডিয়া স্মিথ বিশ্বখ্যাত ডিজনি অ্যানিমেটেড ফিল্মের ওপর ভিত্তি করে তৈরি ব্রডওয়ে নাটক ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। আফ্রিকান সংস্কৃতির আদলে তৈরি এই নাটকটি ব্রডওয়ের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল প্রযোজনা।
অকালপ্রয়াত এই অভিনেত্রী মৃত্যুকালে তিন বছরের একটি শিশুসন্তান রেখে গেছেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।