রাশমিকা মান্দানার নতুন অবতার: ফার্স্ট লুক প্রকাশিত মাইসা সিনেমার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৫

সংগৃহীত

টলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা আবারো দর্শকদের চমক দিতে চলেছেন নতুন ছবি মাইসা দিয়ে। ছবিটির ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক মাধ্যম ও চলচ্চিত্র মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ঝলকে দেখা গেছে রাশমিকাকে একেবারে নতুন, শক্তিশালী এবং ভিন্ন এক রূপে, যা তার ক্যারিয়ারের অন্যতম অভিনয়িক চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে।

নির্মাতা হোমি আদাজানিয়া সামাজিক মাধ্যমে ফার্স্ট লুক শেয়ার করে লিখেছেন, “এটাই রাশমিকা। যার অভিনয়ের আমি ভক্ত।” মাইসা একটি ইমোশনাল অ্যাকশন থ্রিলার, যা দর্শকদের নিয়ে যাবে আরও অন্ধকার এবং তীব্র আবহে। ছবিটি মূলত অভিনয়ননির্ভর গল্প বলার ওপর গুরুত্ব দিয়েছে।

রাশমিকা এর আগে পুষ্পা, অ্যানিমাল, ছাভা ও থম্মা–এর মতো একাধিক সফল ছবির মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত দ্য গার্লফ্রেন্ড ছবিতেও তিনি দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন।

ছবিটি প্রযোজনা করছে আনফর্মুলা ফিল্মস এবং পরিচালনা করেছেন রবীন্দ্র পুল্লে। আদিবাসী অধ্যুষিত অঞ্চলের পটভূমিতে নির্মিত এই ছবি শুধুই অ্যাকশন থ্রিলার নয়, বরং শক্তিশালী গল্পের প্রতিফলন। সিনেমা বিশ্লেষকরা মনে করছেন, মাইসা রাশমিকার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।

এদিকে, রাশমিকার ঝুলিতে রয়েছে আরেকটি বহুল প্রতীক্ষিত হিন্দি প্রজেক্ট—ককটেল ২, যেখানে তিনি হোমি আদাজানিয়ার সঙ্গে কাজ করছেন।

 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top