বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

হইচইতে প্রথমবারের মতো একসঙ্গে ইয়াশ রোহান ও পারসা ইভানা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৭:২৭

সংগৃহীত

কোলাহলমুখর শহরের ব্যস্ত জীবনে সম্পর্কের জটিলতা ও দূরত্বকে কেন্দ্র করে একটি নতুন প্রেমকাহিনি নিয়ে হাজির হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। রেজাউর রহমানের পরিচালনায় নির্মিত ‘একসাথে আলাদা’ ফিল্মটি আধুনিক নগরজীবনের প্রেমের টানাপড়েন, দূরত্ব এবং সম্পর্কের জটিল সমীকরণকে পর্দায় ফুটিয়ে তুলবে।

ফিল্মে জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান অভিনয় করছেন ফারহান চরিত্রে এবং পারসা ইভানা দেখা যাবে আমিরা চরিত্রে। এটি হইচই প্ল্যাটফর্মে তাদের প্রথম যৌথ ফিল্ম, যেখানে দর্শকরা এই জুটিকে সম্পূর্ণ নতুন ও সময়োপযোগী রূপে দেখার সুযোগ পাবেন।

অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে উপস্থিত থাকছেন তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকে। সম্প্রতি হইচই বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে ফিল্মের ‘লুক রিভিল’ পোস্টার প্রকাশ করা হয়। গোলাপি আভারের মধ্যে ইয়াশ ও পারসার লুক দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

নির্মাতারা আশা করছেন, সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একসাথে আলাদা’, যা শহুরে প্রেমের নতুন ধারার গল্প হিসেবে দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top