বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

ভারতে যাবে না বাংলাদেশ, ক্রিকেটারদের সঙ্গে বৈঠকেও সিদ্ধান্তে অটল সরকার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৭:০৯

ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের সঙ্গে বৈঠক হলেও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিষয়ে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ভারতে নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতি আগের মতোই রয়েছে জানিয়ে, সেখানে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “ভারতে নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন হয়নি। এই অবস্থায় খেলোয়াড়দের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

সূত্র জানায়, বৈঠকে ক্রিকেটাররা নিজেদের উদ্বেগ ও মতামত তুলে ধরলেও সরকারের নেওয়া সিদ্ধান্তে কোনো সংশোধন আনা হয়নি। বিসিবির পক্ষ থেকেও সরকারের এই অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে।

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে আগের সিদ্ধান্তেই বহাল থাকার কথা জানানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top