হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রীর মামলা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৫:৩৭
বিগ স্ক্রিন অভিনেতা ও রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে বিতর্ক থামছেই না। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী অনিন্দিতা আনন্দপুর থানায় অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে হিরণের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতন, বিবাহিত অবস্থায় অবৈধ সম্পর্কের মতো বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
হিরণ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। অন্যদিকে, তার দ্বিতীয় স্ত্রী হৃতিকা গিরি ইনস্টাগ্রামে দাবি করেন, হিরণ গত ৫ বছর ধরে তার সঙ্গে দাম্পত্য সম্পর্কের মধ্যে আছেন এবং অনিন্দিতাকে ডিভোর্সের নোটিস আগেই পাঠানো হয়েছে। হৃতিকা আরও জানিয়েছেন, অনিন্দিতা সব বিষয়ে জানতেন।
এর আগে অনিন্দিতা দাবি করেছিলেন, হিরণ ছয় মাস আগে পর্যন্ত তাদের সঙ্গে একই বাড়িতে ছিলেন। হৃতিকা এই দাবিকে অস্বীকার করে জানান, হিরণ ওই সময় শুধু তার মেয়ের সঙ্গে বাড়িতে ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।