৪০তম জন্মদিনে সুশান্তকে স্মরণ করে বোনের আবেগঘন খোলা চিঠি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৭
বলিউডের রুপালি পর্দায় ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। অসম্ভব প্রতিভা ও ব্যতিক্রমী চিন্তাধারায় অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। অকালপ্রয়াণের পাঁচ বছর পরও ভক্তদের ভালোবাসা ও স্মৃতিতে আজও জীবন্ত সুশান্ত। বেঁচে থাকলে আজ তিনি পা রাখতেন ৪০ বছরে।
এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি। চিঠিতে উঠে এসেছে ভাইকে হারানোর বেদনা, স্মৃতি আর না-বলা কথার ভার।
শ্বেতা লেখেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি কি তাকে মিস করি? আমি হেসে ফেলি। কারণ যে আমার হৃদস্পন্দনের সঙ্গে মিশে আছে, তাকে কীভাবে মিস করি?’ তিনি আরও লেখেন, ‘আমি প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করি। আমার প্রার্থনা, নীরবতা আর হাসিতে সে মিশে আছে।’
ভাইকে শুধু অভিনেতা হিসেবে নয়, একজন স্বপ্নদ্রষ্টা ও অনুসন্ধানী মন হিসেবেও স্মরণ করেন শ্বেতা। তার ভাষায়, ‘সুশান্ত আমাদের শিখিয়েছেন তারাদের দিকে তাকিয়ে প্রশ্ন করতে, সীমার বাইরে গিয়ে ভাবতে এবং সাহসের সঙ্গে ভালোবাসতে।’
উল্লেখ্য, ২০২০ সালের জুনে মুম্বাইয়ের নিজ বাসা থেকে সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন তদন্ত ও বিতর্কের পর ২০২৫ সালের মার্চে সিবিআই তাদের ক্লোজার রিপোর্টে জানায়, তার মৃত্যুর ঘটনায় কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। তবে আইনি সিদ্ধান্তের বাইরে গিয়ে শ্বেতার কাছে সুশান্ত আজও এক জীবন্ত অনুভূতি। তার কথায়, ‘তুমি চলে যাওনি, তুমি সর্বত্র আছো।’
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।