পাকিস্তানের তিরাহ উপত্যকায় তুষারঝড়ে আটকা ১৫০০ জনের বেশি মানুষ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৭:২০
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিরাহ উপত্যকায় প্রবল তুষারপাতে আটকা পড়া ১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে প্রদেশটির জরুরি উদ্ধারকারী সংস্থা রেস্কিউ ১১২২।
শনিবার (২৪ জানুয়ারি) রেস্কিউ ১১২২-এর পক্ষ থেকে জানানো হয়, তুষারঝড়ে বিপন্ন পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ওই এলাকায় একটি সামরিক অভিযান শুরুর আগমুহূর্তে বহু পরিবার এলাকা ছাড়তে গিয়ে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে।
হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং পিচ্ছিল পাহাড়ি রাস্তার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকর্মীরা টানা ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
রেস্কিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি জানান, তিরাহ উপত্যকার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৩৫০টি যানবাহন এবং ১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া তুষারপাতে অসুস্থ হয়ে পড়া শতাধিক মানুষকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এই অভিযানে খাইবার, পেশোয়ার, মারদান, নওশেরা ও সোয়াবি জেলা থেকে আসা ১০০ জনেরও বেশি উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন। তবে তুষারপাতের ভয়াবহতার কারণে খাইবার জেলা প্রশাসন আপাতত তিরাহ উপত্যকা থেকে লোক সরিয়ে নেওয়ার কার্যক্রম স্থগিত করেছে এবং বাসিন্দাদের প্রতিকূল আবহাওয়া না কাটা পর্যন্ত বড়া এলাকার দিকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
এদিকে পাকিস্তানের অন্যান্য পাহাড়ি এলাকাতেও তুষারপাতের প্রভাব পড়েছে। জাতীয় হাইওয়ে ও মোটরওয়ে পুলিশ জরুরি প্রয়োজন ছাড়া মুরি ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। মুরি এক্সপ্রেসওয়ে আপাতত সাধারণ যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে এবং কেবল স্থানীয়দের সীমিত পরিসরে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটকদের যেকোনো ভ্রমণের আগে মোটরওয়ে পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যম বা হেল্পলাইন থেকে সড়কের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: দ্য ডন
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।