মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেলেন পদ্মশ্রী সম্মাননা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৩:২৬

সংগৃহীত

চলতি বছর পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মান প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সাধারণতন্ত্র দিবসের দিনে, গত রোববার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতি ভবন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এবারের তালিকায় মোট ১৩১ জন পদক পাচ্ছেন, যার মধ্যে বাংলার ১১ জন রয়েছেন।

বলিউড থেকেও তিনজন এই সম্মান পাচ্ছেন। মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন অভিনেতা ধর্মেন্দ্র, সংগীতে পদ্মভূষণ পাচ্ছেন অলকা ইয়াগনিক, এবং পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা আর মাধবন।

বাংলা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পদ্মশ্রী পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টালিপাড়ার কিংবদন্তি এই অভিনেতার ভক্ত-অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া বইছে। প্রসেনজিৎ বাংলা ইন্ডাস্ট্রিতে ৪০ বছরেরও বেশি সময় ধরে অবদান রেখেছেন। শিশুশিল্পী হিসেবে শুরু করেছিলেন এবং ঝুলিতে রয়েছে ৪০০টিরও বেশি সিনেমা।

ছোটপর্দায় তাঁর যাত্রা শুরু হয় ‘ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমায়, এবং বড়পর্দায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে ‘দুটি পাতা’ সিনেমায়। এরপর তিনি বিভিন্ন চরিত্রে দর্শকের হৃদয় জয় করেছেন—প্রবীর চৌধুরী থেকে লালন ফকির, কাকাবাবু থেকে বহু জনপ্রিয় চরিত্রে। বাংলার বাণিজ্যিক সিনেমাকে এক সময় প্রায় একাই টেনে নিয়েছিলেন তিনি।

এবারের পদ্মশ্রী পদক প্রসেনজিতের দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি এবং টালিপাড়ার অবদানের পরিপূর্ণতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top