মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

যাবজ্জীবন মানে ৩০ বছর কারাবাস

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০, ১১:২৯

নিজস্ব প্রতিবেদক:

যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছর কারাবাস। তবে আদালত চাইলে আমৃত্যু কারাদণ্ড দিতে পারবেন। সে ক্ষেত্রে ৩০ বছরের বিধান প্রযোজ্য হবে না।

মঙ্গলবার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ সদস্যদের আপিল বেঞ্চে এই রায় ঘোষণা করেন।

আপিল বিভাগের রায়ের বরাত দিয়ে জানা যায়, আদালত রায় ঘোষণার সময় যাবজ্জীবন মানে আমৃত্যু উল্লেখ করে দেন তা হলে আসামিরা ৩০ বছরের সাজা সুনির্দিষ্ট সাজা পাওয়ার যে সুযোগ সেটি পাবে না। তবে যে সকল রায়ে যাবজ্জীবন মানে আমৃত্যু উল্লেখ করেননি সেসকল রায়ের আসামীরা ৩০ বছর পর সাজা খাটার পর মুক্তি পাবে।

যাবজ্জীবন সাজার মেয়াদ নিয়ে কারা কর্তৃপক্ষ ও সাজাপ্রাপ্ত আসামিরা বিভ্রান্তিতে ছিলেন। এই রায় ঘোষণার মধ্য দিয়ে বিভ্রান্তির অবসান ঘটলো মনে করেন আইনজীবীরা।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top