তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারে জেআরএর ২৬ ঘণ্টার আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১০:৪২

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের দাবিতে ২৬ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স—জেআরএ।
রবিবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে সংগঠনটির ফেসবুক পোস্টে বলা হয়—আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময় নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহ করেছিলেন। তাই কোনো নাটক নয়, সরাসরি তাকে গ্রেপ্তার করতে হবে। তবে এ আলটিমেটাম নিয়ে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে একইদিন রাতে আফ্রিদির বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা যাত্রাবাড়ী থানার হত্যা মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ১ সেপ্টেম্বর দায়ের হওয়া মামলায় স্বৈরশাসক শেখ হাসিনা প্রধান আসামি। তালিকায় আছেন ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ মোট ২৫ জন। তৌহিদ আফ্রিদি আছেন ১১ নম্বরে এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।