সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

শাপলা চত্বরে গণহত্যার মামলায় শাহরিয়ার কবির ট্রাইব্যুনালে হাজির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৪:২৩

সংগৃহীত

২০১৩ সালের মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার অভিযোগের মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালটি চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে পরিচালিত হয়।

এ মামলায় আরও চারজন গ্রেফতার রয়েছেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক এবং সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম।

সকাল ১০টার পর কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়। ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল-১ শাহরিয়ার কবিরকে হাজির করার নির্দেশ দেন। প্রসিকিউশন তারেক আবদুল্লাহ প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করেন। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক, জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হক অভিযুক্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রিসহ একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিকে উল্লেখ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top