বাংলাদেশ থেকে ভেসে আসা গ্যাস বেলুন ঘিরে ভারতে আতঙ্ক, তদন্ত শুরু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৬:৫৫
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছার জেলায় আকাশ থেকে নেমে আসা একটি গ্যাস বেলুনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার জেলার বরখোলা এলাকার একটি মাঠে বেলুনটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেলুনটি বাংলাদেশ থেকে উড়ে এসে কাছার জেলায় পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কাছার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নাম লেখা ছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অস্বাভাবিকভাবে বড় আকারের বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসায় তা দ্রুত সবার নজরে আসে। বিষয়টি দেখে আতঙ্কিত গ্রামবাসীরা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি)-কে খবর দেন। পরে ভিডিপির সদস্যরা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে কাছার জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতীম দাসও সেখানে উপস্থিত হন। পুলিশ জানায়, বিদ্যালয়ের নাম ছাড়াও বেলুনটিতে তিন ব্যক্তির ছবি এবং বাংলায় কিছু লেখা ছিল।
কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে কাছার জেলায় পৌঁছাল এবং এর সঙ্গে কোনো নিরাপত্তা-সংক্রান্ত ঝুঁকি রয়েছে কি না—তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বেলুনটির উৎস ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।