খামেনির ট্রাম্পকে ‘ফেরাউন’ আখ্যা দিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৬:১৫

সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ফেরাউন’ আখ্যা দিয়ে একটি ব্যঙ্গাত্মক কার্টুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। খামেনির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) পেজে সোমবার (১২ জানুয়ারি) কার্টুনটি পোস্ট করা হয়।

কার্টুনে ট্রাম্পকে ভাঙতে থাকা একটি প্রাচীন মিসরীয় কফিনে (সারকোফ্যাগাস) দেখানো হয়েছে। কফিনের গায়ে যুক্তরাষ্ট্রের পতাকা এবং গ্রেট সিল অব দ্য ইউনাইটেড স্টেটস খোদাই করা আছে। কার্টুনের সঙ্গে লেখা হয়েছে—“ফারাওয়ের মতো”। পোস্টে উল্লেখ করা হয়েছে, প্রাচীন মিসরের ফেরাও এবং বাইবেলের জেনেসিস গ্রন্থে বর্ণিত নমরুদের মতো অহংকারী শাসকরাও পতনের মুখে পড়েছিল।

ইরানের কার্টুনে বলা হয়েছে, ট্রাম্পের মতো বিশ্বের অত্যাচারী ও দাম্ভিক শাসকরাও ইতিহাসের চক্রে উৎখাত হবে। পোস্টে ইরানের পাহলভি রাজবংশের প্রথম ও দ্বিতীয় শাহ—রেজা খান ও মোহাম্মদ রেজা শাহ—এর কথাও উল্লেখ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top