অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে দরকার জনভিত্তিক উন্নয়ন: অর্থ উপদেষ্টা
Nasir Uddin | প্রকাশিত: ২৬ মে ২০২৫, ১৬:২৯

অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত খরুচে প্রকল্প বাদ দিয়ে জনভিত্তিক উন্নয়ন দরকার বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৬ মে) রাজধানীর একটি হোটেলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশের যৌথ আয়োজনে ‘উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
তিনি মনে করেন, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় এখন সময় এসেছে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত খরচের প্রকল্প বাদ দিয়ে জনবান্ধব, কার্যকর ও স্বচ্ছতা নিশ্চিত করা উদ্যোগ নেওয়ার। তার মতে, দেশের উন্নয়ন তখনই টেকসই হবে, যখন প্রকল্পগুলো হবে বাস্তবভিত্তিক, নৈতিকতা-মাফিক এবং জনগণের প্রত্যক্ষ উপকারে আসে।
বক্তব্য রাখতে গিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, অতীতে বহু প্রকল্প এমনভাবে নেওয়া হয়েছে যা বাস্তবে মানুষের উপকারে আসেনি বরং জনগণের টাকায় অকারণ ব্যয় বেড়েছে। এখন প্রয়োজন এমন প্রকল্প যার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন বাস্তবেই গতি পাবে।
এসময় অর্থ উপদেষ্টা বলেন, “নীতিমালা বা উন্নয়ন পরিকল্পনা যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ ও স্বার্থের বিষয়টি মাথায় রাখতে হবে।” অনেক সময় দেখা যায়, প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় এমন সব প্রতিষ্ঠান যারা প্রকৃত অর্থে কাজের যোগ্য নয়। ফলে প্রকল্প যেমন কাঙ্ক্ষিত ফল দেয় না, তেমনি রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়। এসব রোধ করতে হলে স্বচ্ছ অডিট ব্যবস্থাপনা চালু করতে হবে এবং প্রকল্প হাতে নেওয়ার আগে সম্ভাব্যতা যাচাই জরুরি। শুধু সংখ্যার দিক থেকে নয়, প্রকল্পের প্রভাব ও প্রাসঙ্গিকতাও বিবেচনায় নেওয়া উচিত বলে মত দেন তিনি।
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, এসব প্রতিষ্ঠানে স্বচ্ছ অডিটের দিকে গুরুত্ব দিতে হবে। শুধু সংখ্যার ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন এবং সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প হাতে নিতে হবে। তবেই আশানুরূপ ফল পাওয়া যাবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।