মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আ. লীগকে ঘিরে প্রেস সচিবের পোস্টে তোলপাড়, রাজনীতি উত্তপ্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ জুলাই ২০২৫, ১৩:০০

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই—বাংলাদেশের ইতিহাসে এক ভিন্ন নাম লিখেছিল। সড়কে ছিল রক্ত, কণ্ঠে ছিল প্রতিরোধ, আর স্লোগানে ছিল স্বাধীনতার দাবি। এবার সরকার ঘোষণা দিলো—১৮ জুলাই পালিত হবে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’।

সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন—এই দিনটি উৎসর্গ করা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষার্থীদের। এটা শুধু একটি তারিখ নয়—এটা এক প্রতীক, এক প্রতিরোধের স্মারক, যা গড়ে উঠেছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা হাজারো শিক্ষার্থীর চিৎকারে।

গত বছরের ২৮ জুলাই, দেশের শীর্ষ সাংবাদিকদের কেউ কেউ প্রকাশ্যে বলেছিলেন—”গুলিতে মেরে ফেলা হোক”। আজ, সময় বদলেছে। ইতিহাস বদলাচ্ছে। যাদের চুপ করাতে চাওয়া হয়েছিল, তারাই আজ জাতীয় ক্যালেন্ডারে জায়গা করে নিচ্ছে।

এই ঘোষণার মধ্য দিয়ে সরকার শুধু শিক্ষার্থীদের সম্মান জানায়নি, এক ধরনের দায়ও স্বীকার করেছে। জুলাই মাস এখন প্রতিরোধের মাস। ১৮ জুলাই তার শিখা।

১৮ জুলাই—লেখা হলো সাহসিকতার নামে। এটা শুধু একটি দিবস নয়, একটি প্রজন্মের গর্জনের দিন। এই ১৮ জুলাই তাই কেবল এক স্মারক নয়—এটি নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রজন্মের জাগরণের দিন। তাদের জন্য, যারা বলেছিল—“চাকরি চাই না, ন্যায্যতা চাই।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top