গণভবন থেকে পালানোর স্মৃতি সহ ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের অপেক্ষায়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুলাই ২০২৫, ১৭:০৩

দেশের ইতিহাসে ছাত্র-জনতার ঐতিহাসিক যাত্রার সাক্ষী—‘জুলাই স্মৃতি জাদুঘর’। শেখ হাসিনার পালানোর দৃশ্য ও নানা স্মৃতির সাক্ষী হয়ে উঠেছে এই জাদুঘর, যা এখনো নির্মাণাধীন।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের অংশ হিসেবে গড়ে উঠছে এই স্মৃতিচারণালয়। এখানে থাকবে জুলাই আন্দোলনের স্থিরচিত্র, শহীদদের জামাকাপড়, চিঠিপত্র, পত্রিকার কাটিং, অডিও-ভিডিও, নথিপত্র এবং আরও বহু সাংস্কৃতিক স্মারক। স্মৃতির মাঝে রয়েছে এমন এক দৃশ্যও—যখন শাসনের পাল্টাপাল্টায় শেখ হাসিনা তাঁর পালানোর মুহূর্তগুলি।
জুলাই আন্দোলনের সেই মহাকাব্যিক সংগ্রামের সাক্ষর, যেখানে শত শত ছাত্র-জনতা রক্ত দিয়ে সংগ্রাম করেছে, এখন স্মৃতির পাতায় সংরক্ষিত হবে।
দেশের যেকোনো কোণে যদি কেউ ঐকালীন কোনো স্মারক অথবা সংগ্রহমূলক নথি রাখে, তবে সংস্কৃতি মন্ত্রণালয় বিজ্ঞাপন সম্প্রচার করে আহ্বান জানাচ্ছে—এসো, এই স্মৃতি আমাদের জাদুঘরে পৌঁছে দাও।
স্মৃতি জাদুঘরের কাঠামোটি শুধু ইতিহাস নয়, এটি হবে নগরবাসীদের বিনোদনের ও শিক্ষার এক কেন্দ্র, যেখানে থাকবে একটি সবুজ ক্যাম্পাস, লন, পুকুর, ফলের বাগান—একটি প্রাকৃতিক পরিবেশ, যা আমাদের শান্তির বার্তা বহন করবে।
নতুন বাংলাদেশ গড়ার ঐক্যের উদ্দেশ্যে, এই জাদুঘর শুধু স্মৃতি সংরক্ষণ করবে না, বরং আগামী প্রজন্মকে শেখাবে—কীভাবে সংগ্রাম, আত্মত্যাগ ও ঐক্যের দ্বারা ইতিহাস লেখা যায়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।