বিমানের ১০ চাকা চুরি, জিডি দায়ের, তদন্তে বড় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১০:২৪

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফের চাঞ্চল্যকর ঘটনা। উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা হারিয়ে গেছে, আর অভিযোগ উঠেছে—বিমানের দুই কর্মী সেগুলো একটি বেসরকারি এয়ারলাইন্সকে দিয়েছেন।

প্রতিটি চাকাই ৫ থেকে ১৫ হাজার ডলার দামের। অর্থাৎ প্রায় কোটি টাকার সম্পদ সরিয়ে দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা। চাকার অবস্থান না পেয়ে বিমানের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।

জিডিতে বলা হয়েছে—১৬ আগস্ট বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশের অকশন শেডে রাখা ১০টি ‘আনসার্ভিসেবল টায়ার’ খুঁজে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে জানা যায়, চাকা গোপনে এক বেসরকারি এয়ারলাইন্সকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল।

এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। তবে সম্প্রতি বিমানের একাধিক উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ার পর, নতুন করে চাকা চুরির এ অভিযোগ রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়েই বড় প্রশ্ন তুলেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top