মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সেনাবাহিনী নির্বাচন প্রস্তুত, ডাকসুতে কোনো সম্পৃক্ততা নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২

ছবি: সংগৃহীত

সেনাবাহিনী জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তারা দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত। ঢাকা সেনানিবাসে সোমবার অনুষ্ঠিত ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে সেনাবাহিনী নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে।

তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই, তবে এটি গণতন্ত্র চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে কর্নেল শফিকুল বলেন, এসব প্রোপাগান্ডা বিশ্বাসযোগ্য নয় এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

দেশজুড়ে আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনী মাঠে নামলেই পরিস্থিতি স্বাভাবিক হয়। গত বছরের লুট হওয়া অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে এবং বাকিটিও দ্রুত উদ্ধার হবে। এছাড়া মুক্তিযোদ্ধাদের প্রতি সেনাবাহিনী সর্বদা শ্রদ্ধাশীল।





বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top