মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু ভোট শুরু: লম্বা লাইন, নিরাপত্তায় কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু নির্বাচন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে।

কার্জন হল, ভূতত্ত্ব বিভাগ ও শারীরিক শিক্ষাকেন্দ্র ঘুরে দেখা গেছে, উৎসাহ-উদ্দীপনায় শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত।

জানা গেছে, কার্জন হলে ভোট দেবেন শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা—মোট ভোটার সংখ্যা পাঁচ হাজার সাতাত্তর।

শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট দিচ্ছেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা—মোট চার হাজার আটশত তিপ্পান্ন জন।

আর ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দিচ্ছেন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা, যেখানে মোট ভোটার চার হাজার চারশত তেতাল্লিশ।

এদিকে ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি আর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top