ফেসবুক পোস্টের জেরে তুলকালাম! হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’! অত:পর যা ঘটলো
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে 'আলহামদুলিল্লাহ' লিখে পোস্ট! আর সেই পোস্টের জেরেই গ্রেফতার হলেন এক যুবক। ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনা এখন টক অফ দ্য টাউন।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ইয়াছিন ভূঁইয়া নামের ৩৪ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযোগ হলো, তিনি তার ফেসবুক আইডিতে ওসমান হাদির মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট দেন এবং তাকে 'টেরোরিস্ট' বলে আখ্যায়িত করেন।
পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতা তীব্র ক্ষোভ প্রকাশ করে ইয়াছিনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানিয়েছেন, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।