রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

ওসমান হাদির মৃত্যুতে শোক

সহিংসতা এড়াতে শান্তির আহ্বান জাতিসংঘ ও কমনওয়েলথের

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:২১

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ ও কমনওয়েলথ। একই সঙ্গে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে স্থানীয় সময় শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান।

তিনি বলেন, সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব। একই সঙ্গে ওসমান হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

কমনওয়েলথের উদ্বেগ

এদিকে ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শির্লে বোচওয়ে। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কমনওয়েলথের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি ওসমান হাদির পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা এবং গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান শির্লে বোচওয়ে। তিনি বলেন, সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিকে কমনওয়েলথ স্বাগত জানায়।

সহিংসতা রোধে ব্যর্থ সরকার: এইচআরডব্লিউ

সহিংসতা রোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। শনিবার লন্ডন থেকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর উদ্বেগজনক আক্রমণ।

বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচনের প্রার্থী ও ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পরিচিত মুখ শরিফ ওসমান হাদিকে হত্যার পর সংবাদপত্র অফিসে মব হামলার ঘটনা ঘটে। রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতা নাগরিক অধিকারকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে।

মীনাক্ষী গাঙ্গুলি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে যে মব সহিংসতা শুরু হয়েছে, তা ঠেকাতে কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে এবং ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

ন্যায়বিচারের দাবি অ্যামনেস্টির

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং পরবর্তী সহিংস ঘটনার দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, সহিংসতার অংশ হিসেবে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটের কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করা হয়।

এ ছাড়া ধর্ম অবমাননার অভিযোগে পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনাতেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। অ্যামনেস্টি বলেছে, সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

দেশের পরিস্থিতি নিয়ে বিলসের উদ্বেগ

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি সামাজিক মাধ্যমে উসকানি দিয়ে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগ, সাংবাদিকদের হুমকি, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলা, খুলনায় সাংবাদিক হত্যা এবং ধর্ম অবমাননার অভিযোগে পোশাকশ্রমিক হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান।

সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, দেশের জনগণের জানমাল রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব। অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top