নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ! আর কী কী করা যাবেনা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮
বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এই প্রথম! আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো প্রার্থীই রাস্তায় বা দেয়ালে কোনো ধরনের পোস্টার লাগাতে পারবেন না।
নির্বাচন কমিশন জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং লেমিনেটিং করা পোস্টারের কারণে জলাবদ্ধতা রোধে এই সিদ্ধান্ত। তবে লিফলেট ও ফেস্টুন ব্যবহার করা যাবে, কিন্তু তা কোনো স্থাপনা বা যানবাহনে লাগানো যাবে না।
প্রচারণায় হেলিকপ্টার বা যান্ত্রিক যানবাহনের বহর নিয়ে শোডাউন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি মশাল মিছিলও করা যাবে না। নিয়ম ভাঙলে থাকছে বড় অংকের জরিমানা ও প্রার্থিতা বাতিলের ঝুঁকি।
এবারই প্রথম যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া ও এআই সংক্রান্ত কড়া নিয়ম। ফেক নিউজ, এআই দিয়ে চেহারা বিকৃতি বা ঘৃণা ছড়ালে জেল-জরিমানা হতে পারে। সব আইডির তথ্য জমা দিতে হবে রিটার্নিং কর্মকর্তার কাছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।