তারেক রহমানের সংবর্ধনা: কেন অন্য কেউ বক্তব্য দেবেন না?
সংবর্ধনা শেষে সোজা হাসপাতালে: মায়ের কাছে যাবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৫২
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষা শেষ হচ্ছে। আগামীকাল দুপুর ১২টায় দেশের মাটিতে পা রাখছেন তারেক রহমান। কিন্তু জানেন কি, বিমানবন্দর থেকে নেমে তিনি প্রথমেই কোথায় যাবেন? বা সংবর্ধনা অনুষ্ঠানেই বা কী হতে যাচ্ছে?
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিমানবন্দরে স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন। সেখান থেকে তিনি সরাসরি যাবেন পূর্বাচলের ৩৬ জুলাই মহাসড়কে। সেখানে এক বিশাল গণসংবর্ধনা দেওয়া হবে তাকে। তবে মনে রাখবেন, এই অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না! জনদুর্ভোগ এড়াতে শহরের মাঝখানে কোনো প্রোগ্রাম রাখা হয়নি।
সংবর্ধনা শেষ করেই তিনি ছুটবেন এভারকেয়ার হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। এরপরের দিনগুলোতেও থাকছে ব্যস্ত সূচি। ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর তিনি যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এবং পরে জাতীয় স্মৃতিসৌধে। ২৭ ডিসেম্বর তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হবেন এবং জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।