বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

গুলশানে পৌঁছেছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা ও মেয়ে জাইমা রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেছেন।

বিএনপির সূত্রে জানা যায়, তাদের বহনকারী গাড়িবহর সকাল ১২টা ২৮ মিনিটে বিমানবন্দর ত্যাগ করে। বর্তমানে তারা বাড়িতে অবস্থান করছেন। এই সময় পুলিশ ও সিএসএফ সদস্যরা প্রটোকল দিয়ে তাদের সঙ্গে ছিলেন।

এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এক ঘণ্টার যাত্রাবিরতির পর বিমানটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। একই দিন রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top