তারেক রহমানের নিরাপত্তায় ৫ হাজার ফোর্স: ঢাকার পথে পথে কঠোর বিধি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩
১৭ বছর পর তারেক রহমানের ফেরা! নিরাপত্তায় ৫ হাজার ফোর্স, ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা আর পুরো এয়ারপোর্ট এলাকা ৮টি সেক্টরে ভাগ!
আজ দুপুর ১২টায় তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ডিএমপি। পুলিশ কমিশনারের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, কুড়িল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে মোটরসাইকেল বা লাঠি-ব্যাগ নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এমনকি তার গাড়িবহরে অন্য কারো যুক্ত হওয়াও বারণ।
ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী-আব্দুল্লাহপুর সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। যারা বিদেশগামী যাত্রী, হাতে সময় নিয়ে বের হোন এবং সাথে অবশ্যই এয়ার টিকিট রাখুন। বিকল্প হিসেবে উত্তরার বাসিন্দাদের মেট্রোরেল ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
আজ বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলমুক্ত থাকবে! তারেক রহমান এয়ারপোর্ট থেকে সরাসরি যাবেন ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে। সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি থাকবে সেনাবাহিনীর বিশেষ নজরদারি। সংবর্ধনা শেষে তিনি যাবেন এভারকেয়ার হাসপাতালে মায়ের কাছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।