মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার বিদায়ে শোকে স্তব্ধ বাংলাদেশ: জেলায় জেলায় শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৬

সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ পুরো বাংলাদেশ যেন এক বিশাল শোকের মিছিলে পরিণত হয়েছে। পৈতৃক ভিটা ফেনী থেকে শুরু করে শ্বশুরবাড়ি বগুড়া—প্রতিটি জনপদে আজ কান্নার রোল।

ফেনীর ফুলগাজীতে প্রিয় নেত্রীর পৈতৃক বাড়িতে সকাল থেকেই কোরআন খতম ও দোয়া মাহফিল চলছে। অন্যদিকে, বগুড়ার গাবতলীতে শহীদ জিয়ার পৈতৃক ভিটায় নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় নেত্রীকে হারানোর খবর শুনে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মী—সবার চোখেই আজ জল।

সিলেটে সাত দিনের শোক কর্মসূচি শুরু হয়েছে, যেখানে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোক বইয়ে স্বাক্ষর করছেন। রাজশাহীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে হয়েছে আবেগঘন দোয়া মাহফিল। দলীয় কার্যালয়গুলোতে সকাল থেকেই কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

রংপুরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে মাইকে বাজছে পবিত্র কোরআন তেলাওয়াত। রাজধানী থেকে শুরু করে প্রান্তিক গ্রাম—সবখানেই প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় হাত তুলেছেন লাখো মানুষ। দেশ হারাল এক অভিভাবককে, আর দল হারাল তার প্রাণপ্রিয় কাণ্ডারিকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top