শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

মাধ্যমিক পাঠ্যক্রমে যুক্ত হলো ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১২:০৯

সংগৃহীত

মাধ্যমিক শিক্ষাক্রমে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায় ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান’ অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত নতুন পাঠ্যবইগুলোতে কোটা সংস্কার আন্দোলন, আন্দোলন দমনে রাষ্ট্রীয় দমন-পীড়ন, শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগ এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতনের ঘটনাপ্রবাহ স্থান পেয়েছে।

ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলা সাহিত্য এবং ইংরেজি—এই তিনটি বিষয়ের বইয়ে বয়স ও বোধগম্যতা অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক, সামাজিক ও মানবিক দিক তুলে ধরা হয়েছে। ইতিহাসের পাশাপাশি কবিতা, প্রবন্ধ ও গদ্যের মাধ্যমে আন্দোলনের চিত্র উপস্থাপন করা হয়েছে।

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ইতিহাস পুনরায় যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ‘স্বাধীন বাংলাদেশে গণঅভ্যুত্থান’ শিরোনামে নতুন অধ্যায়ে ১৯৬৯, ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিক বিবরণ দেওয়া হয়েছে। এতে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের ঘটনাসহ শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

সপ্তম শ্রেণির বাংলা বইয়ে যুক্ত হয়েছে হাসান রোবায়েতের কবিতা ‘সিঁথি’, যেখানে জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও মুক্তির আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। অষ্টম শ্রেণির বইয়ে গণঅভ্যুত্থান নিয়ে প্রবন্ধ ও বিশ্লেষণধর্মী আলোচনা যুক্ত করা হয়েছে। নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে ‘আমাদের নতুন গৌরবগাথা’ শিরোনামের প্রবন্ধে ৫ আগস্টের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

এছাড়া, নবম-দশম শ্রেণির ইংরেজি বই English For Today-এ ‘Graffiti’ শিরোনামের অধ্যায়ে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে প্রতিবাদী গ্রাফিতির ভূমিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা পাঠ্যবইয়ে এই অধ্যায় সংযোজনকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এতে নতুন প্রজন্ম বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস ও গণতান্ত্রিক সংগ্রামের সত্য ঘটনাবলি জানার সুযোগ পাবে।

এদিকে এনসিটিবি জানিয়েছে, মাধ্যমিক স্তরের পাঠ্যবই বিতরণ কার্যক্রম দ্রুত এগোচ্ছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব মাধ্যমিক শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেছে সংস্থাটি। শিক্ষার্থীদের সুবিধার্থে সব পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ ইতোমধ্যে এনসিটিবির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top