সিনেটে ট্রাম্পের ভেনেজুয়েলা নীতি নিয়ন্ত্রণে ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবের ভোট
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৮:৫২
যুক্তরাষ্ট্রের সিনেটে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নিতে বাধা দেবে। প্রস্তাবটির সমর্থকরা মনে করছেন, হাড্ডাহাড্ডি ভোটে এটি পাস হতে পারে।
গত কয়েকদিনে কাকাসে নাটকীয় এক অভিযান চালিয়ে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছিল। এই ঘটনার পরই সিনেটে ভেনেজুয়েলা বিষয়ক ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবটি আবার আলোচ্যসূচিতে এসেছে। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছে নৌযান হামলা এবং অন্যান্য সামরিক চাপ বাড়িয়েছে।
প্রস্তাবটির সহ-উপস্থাপক, কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল বলেন, “আজ অন্তত দু’জন রিপাবলিকান সিনেটর বিষয়টি নতুন করে বিবেচনা করছেন।” প্রস্তাবটির আরেক নেতা, ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, “ভেনেজুয়েলার ওপর সামরিক অভিযান সীমিত গ্রেপ্তার অভিযান নয়, বরং দীর্ঘমেয়াদি পদক্ষেপের অংশ।”
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দীর্ঘমেয়াদি সামরিক অভিযান শুরু করার আগে যে কোনো প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। যদিও কিছু সিনেটর মাদুরোকে আটক করা ঘটনাটি আইন প্রয়োগকারী সংস্থার অভিযান হিসেবে উল্লেখ করে প্রস্তাবের বিরোধিতা করছেন, তবে অনেকে মনে করেন, এটি প্রেসিডেন্টের ‘সীমিত সামরিক পদক্ষেপ’ হিসেবে সীমাবদ্ধ নয়।
প্রস্তাব পাস হলে এটি আইনপ্রণেতাদের জন্য বড় অর্জন হবে। তবে আইনে পরিণত করতে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদেও এটি পাস করতে হবে এবং ট্রাম্পের সম্ভাব্য ভেটো অতিক্রম করতে উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে।
সিনেটে রিপাবলিকানদের সংখ্যা ৫৩, ডেমোক্র্যাটদের ৪৭। কিছু রিপাবলিকান আইনপ্রণেতা দীর্ঘ এবং ব্যয়বহুল ভেনেজুয়েলা অভিযান এড়াতে প্রস্তাবে সমর্থন দিতে পারেন। এদিকে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ১ ট্রিলিয়ন ডলার থেকে ১.৫ ট্রিলিয়ন ডলারে বাড়াতে চান।
সূত্র: রয়টার্স
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।