বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

‘সিকান্দার’ সিনেমার চিত্রনাট্য পরিবর্তনের গল্প বললেন রাশমিকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৫:৩৪

সংগৃহীত

ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানার একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। সাক্ষাৎকারে তিনি তার অভিনীত ‘সিকান্দার’ সিনেমা নিয়ে মন্তব্য করেছেন, যা নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সিকান্দারে প্রথমবারের মতো বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে জুটি বাঁধেন রাশমিকা। সাক্ষাৎকারে তিনি জানান, ছবির চিত্রনাট্য প্রথমবার শোনার সময় যে গল্পটি তাকে বলা হয়েছিল, তা নির্মাণের শেষ পর্যায়ে অনেকটাই পরিবর্তিত হয়। তিনি বলেন, “আমার মনে আছে, সিকান্দার নিয়ে পরিচালক এ. আর. মুরুগাদোস স্যারের সঙ্গে কথা বলেছিলাম। পরে যা হয়েছে, তা একেবারেই ভিন্ন। যখন আমি চিত্রনাট্যটি শুনেছিলাম, তখন গল্পটা আলাদা ছিল।”

তবে ‘পুষ্পা’খ্যাত এই অভিনেত্রী বিষয়টি স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিলেন। তিনি বলেন, “চলচ্চিত্র নির্মাণের সময় চিত্রনাট্যের পরিবর্তন খুবই স্বাভাবিক। অভিনয়, সম্পাদনা এবং মুক্তির সময়সূচিসহ নানা কারণে প্রায়ই পরিবর্তন বা পরিবর্ধন হয়। নির্মাণের সময় অনেক কিছু বদলে যায় এবং এটি খুব সাধারণ বিষয়।”

উল্লেখ্য, ‘সিকান্দার’ গত বছরের ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছবির মাধ্যমে কয়েক বছর পর হিন্দি সিনেমায় প্রত্যাবর্তন করেন ‘গজিনি’খ্যাত পরিচালক এ. আর. মুরুগাদোস। সালমান খান ছিলেন সিনেমার মুখ্য চরিত্রে। সম্প্রতি সাক্ষাৎকারের ক্লিপটি নতুন করে ভাইরাল হওয়ায় ছবিটি ঘিরে অনলাইনে আলোচনা আবারও শুরু হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top